তাফসীরে জালাইনের লেখক আসলে দু’জন। আর দু’জনেরই উপাধি হল ‘জালালুদ্দীন’। তাই তাফসীরটির নাম ‘জালালাইন’ হয়েছে এবং সেই নামেই তার প্রসিদ্ধি রয়েছে। সর্বপ্রথম জালালুদ্দীন মাহাল্লী মুহাম্মাদ বিন আহমাদ শাফেয়ী (রাহিমাহুল্লাহ) আল-কুরআনের সূরা কাহ্ফ থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা-সহ তাফসীর করেন। তিনি সন ৮৬৪ হিজরীতে পরলোক গমন করেন। অতঃপর তাঁর ছাত্র জালালুদ্দীন সুয়ুত্বী আব্দুর রহমান বিন কামাল শাফেয়ী (রাহিমাহুল্লাহ) সূরা বাক্বারার প্রথম থেকে সূরা বনী ইসরাঈলের শেষ পর্যন্ত অভিন্ন পদ্ধতিতে তাফসীর ক’রে সংক্ষিপ্ত তাফসীরুল কুরআনের পরিপূর্ণতা দান করেন। তাঁর ইন্তিকাল হয় সন ৯১১ হিজরীতে। দুই আল্লামা কর্তৃক লিখিত এ তাফসীর ‘তাফসীর-এ-জালালাইন’ সংক্ষেপের উপরে বড় উপকারী তাফসীর। তাই আমাদের দেশের উলামায়ে কেরাম এটিকে মাদ্রাসার পঠন-পাঠনের তালিকায় শামিল ক’রে নিয়মিত পড়ানোর ব্যবস্থা করেছেন। এ তাফসীরে মুফাস্সিরদ্বয়ের ভুল ধরার মতো ধৃষ্টতা আমি দেখাইনি। বরং যে তাফসীর মাদ্রাসার ছাত্ররা অধ্যয়ন ক’রে আলেম হয় এবং সেখান থেকে বহু ভুল আক্বীদা মনের ভিতরে বদ্ধমূল ক’রে দাওয়াতী ময়দানে অবতরণ করে, তাদেরকেই সতর্ক করা মূল উদ্দেশ্য। বহু দিন থেকে এ দ্বীনী ওয়াজেব পালন করার নিয়ত থাকা সত্ত্বেও মানসিক নানা কারণে হয়ে উঠেনি। আজ সে ওয়াজেব পালন করতে পেরে নিজের মনকে হাল্কা করতে পেরেছি। এতদ্সত্ত্বেও এ দাবী করা কঠিন যে, উক্ত তাফসীরের সকল আপত্তিকর ত্রুটি চিহ্নিত করা শেষ হয়েছে। এতে যে সকল ভুল-ত্রুটি রয়েছে, তার মধ্যে প্রধান হল, ১.এতে রয়েছে মহান আল্লাহর সিফাত-সংক্রান্ত আয়াতের আশআরী ফির্কার অপব্যাখ্যা। ২.এতে রয়েছে আম শব্দের খাস তাফসীর, অর্থাৎ, ব্যাপকার্থবোধক শব্দের সংকীর্ণ ও সীমাবদ্ধ ব্যাখ্যা। ৩.এতে রয়েছে ইসরাঈলী বর্ণনাভিত্তিক কিছু অমূলক কাহিনী। প্রসিদ্ধ তাফসীর-গ্রন্থসমূহ থেকে তাঁরা চয়ন ক’রে যেটা সঠিক মনে করেছেন, উল্লেখ করেছেন। মহান আল্লাহর কাছে আশা করি, তিনি তাঁদের সে সকল অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি ক্ষমা ক’রে দিয়েছেন। আরব-বিশ্বের যে সকল উলামায়ে কেরাম উক্ত তাফসীর-গ্রন্থের ব্যাপারে সতর্ক করেছেন, তাঁদের শীর্ষে রয়েছেন শায়খ ইবনে উষাইমীন (রাহিমাহুল্লাহ)। তিনি তাঁর তাফসীর-দর্সে বহু জায়গায় আপত্তিকর তাফসীরে বাক্-টীকা বিবৃত করেছেন। তাঁদের মধ্যে অন্যতম শায়খ হলেন, মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খামীস। তিনি তাঁর টীকা-পুস্তিকার নাম দিয়েছেন, ‘আনওয়ারুল হিলালাইন, ফিত্-তা’আক্ক¡ুবাতি আলাল জালালাইন।’ তদনুরূপ সমীক্ষা লিখেছেন, শায়খ ডক্টর মুহাম্মাদ বিন লুতফী আস-স্বাব্বাগ। অবশ্য তিনি পুরো তাফসীরটাই সংশোধিত আকারে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন। আমি তাঁদেরই রোপিত ফসল থেকে চয়ন ক’রে অত্র পুস্তিকা প্রকাশকরণে প্রয়াস লাভ করেছি। মহান আল্লাহ সকলকে ত্রুটিমুক্ত করুন, ত্রুটি স্বীকার করার তওফীক দান করুন এবং সকল ত্রুটির ময়লাকে তাঁর ক্ষমার পানি দিয়ে ধৌত করুন। (আমীন) অত্র পুস্তিকা দ্বারা মাদ্রাসার মুদার্রিস-ছাত্র এবং পাঠক উপকৃত হলে শ্রম সার্থক হবে। বিনীত— আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী
Sale!
তফসীরে জালালাইন একটি সমীক্ষা!
Original price was: 113.00৳ .89.00৳ Current price is: 89.00৳ .
- লেখক: শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী
- কভারের ধরণ: পেপারব্যাক
- পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
- বিষয়বস্তু: তাফসীর, বিভ্রান্ত ফিরকার জবাব
- প্রকাশনী: ওয়াহীদিয়া প্রকাশনী
- একটু পড়ে দেখুন
Weight: 180 g