- প্রত্যেক মানবের একই প্রশ্ন, কেন এ জীবন?
- আমীর অফল হলে, তারও প্রশ্ন, কেন এ জীবন?
- ভিখারী, গরীব ও অভাবীর মনে একই প্রশ্ন, কেন এ জীবন?
- ব্যর্থ পুরুষের মনে প্রশ্ন, কেন এ জীবন?
- নারীর মনে প্রশ্ন, কেন এ জীবন?
- নপুংসক ও হিজড়ার প্রশ্ন, কেন এ জীবন?
- চিররোগার মনে প্রশ্ন, কেন এ জীবন?
- প্রতিবন্ধীর মনে প্রশ্ন, কেন এ জীবন?
- হতাশ ও নিরাশ মনের প্রশ্ন, কেন এ জীবন?
- অত্যাচারিতের মনে প্রশ্ন, কেন এ জীবন?
- চির বঞ্চিতের মনে প্রশ্ন, কেন এ জীবন?
- প্রতারিত, প্রতাখ্যাতের মনে প্রশ্ন, কেন এ জীবন?
- অবহেলিতের মনে প্রশ্ন, কেন এ জীবন?
- দেউলিয়া শিল্পপতি বা ব্যবসায়ীর প্রশ্ন, কেন এ জীবন?
- জ্ঞানীর প্রশ্ন, কেন এ জীবন?
আমরা অনেক সময় নগদ পাওয়ার উত্তর খুঁজি সুখ-সম্পদ ভোগ করার জন্য, ভোগ-বিলাসের সামগ্রী লাভ করার জন্য, তাই যারা তা পায় না, তারা ভাবে, তাদের জীবন ব্যর্থ, তাদের এ জীবনের কোন মূল্য নেই, তাদের বেঁচে থেকে কোন দরকার নেই, তারাই বলে, ‘পয়সা যার নাই তার মরণ ভালো এ সংসারেতে, অথচ তাদের অনেকে পরকালে বিশ্বাসী, তবুও তারা এ জীবন কেন, তার আসল উত্তর খোঁজার চেষ্টাই করে না আমি বক্ষ্যমাণ বইয়ে তাদের জন্য সেই প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছি, আমার আশা যে, বইটি পড়লে, সকলে তাঁদের নিজ নিজ জীবনের উদ্দেশ্য কী, তা জানতে পারবেন, জানতে পারবেন, জীবনের মূল লক্ষ্য কী হওয়া উচিত, সুমহান স্রষ্টার কাছে আকুল আবেদন, তিনি যেন আমাদের সকলকে সঠিকার্থে তাঁর দাসে পরিণত করেন, আল্লাহুম্মা আমীন