প্রত্যেক রাসূলই তাওহীদের মাধ্যমে নিজ নিজ গোত্রের লোকদের সামনে দাওয়াতের সূচনা করেছেন। উলামায়ে কেরাম তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেছেন।
- তাওহীদুর রুবুবীয়াহ
- তাওহীদুল উলুহীয়াহ
- তাওহীদুল আসমা ওয়াস সিফাত
এই তিন প্রকার তাওহীদের পরিচয় ও এগুলো হিফাযাত ও নষ্ট হয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে অত্র গ্রন্থটিতে।